সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

USB পোর্ট লক করুন সহজেই।

USB পোর্ট লক করুন সহজেই।

techspotbd.com আপনি ইচ্ছা করলে আপনার USB Port লক করে রাখতে পারেন। তখন কোন পেনড্রাই বা USB ড্রাইভ সাপোট করবে না। প্রয়োজন হলে আবার আনলক করতে পারবেন। সে জন্য যা যা করতে হবে।
ডিসএবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
এনাবলকরার নিয়ম:

1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
5. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন