শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩


যেভাবে বুঝবেন আপনার পিসিতে ভাইরাস আছে কিনা


প্রতিনিয়ত বের হচ্ছে নতুন নতুন ভাইরাস। সব ভাইরাসও এ্যন্টি-ভাইরাসও ধরতে পারে না । যতক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি এ্যন্টিভাইরাসের ডাটাবেসে সংযুক্ত হবে ততক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি ধরতে পারবে না। কিন্তু ততক্ষনে তো আপনার বারো দুগুনে চব্বিশটা বেজে যাবে। আমি দেখাবো যেভাবে বুঝবেন ভাইরাস আছে কিনা এবং কিভাবে মুক্তি পাবেন।

ভাইরাস থাকলে পিসিতে প্রসেস সম্পর্কিত কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। আসুন দেখে নেই সেগুলো।

কিভাবে কম্পিউটার এর যত্ন নিতে হয় ?




কম্পিউটার পরিচর্যার আবশ্যকতাঃ-
সব কিছুর পরিচর্যা করা দরকার।তেমনি কম্পিউটার যন্ত্রের পরিচর্যাও গুরুত্বপূর্ণ।পরিচর্যার অভাবে কম্পিউটার কার্যক্ষমতা
হারিয়ে ফেলে।ফলে আমদের আর্থিক ক্ষতি সাধিত হয়।শুধু তাই নয় কম্পিউটারের সংরক্ষিত মূল্যবান ডাটা নষ্ট হয়ে যায়।
তাই আমদের কম্পিউটার এর পরিচর্যা করা দরকার।
কম্পিউটারের ক্ষতি হওয়ার কারন সমুহঃ
যে সব কারনে কম্পিউটারের ক্ষতি হয় সেগুলো হলঃ-
১। সঠিক ভাবে বিদ্যুৎ প্রবাহ না পাওয়া