শুক্রবার, ২ মে, ২০১৪

ফেসবুক আইডি বার বার ব্লক হচ্ছে? সমাধান নিন ও জেনে নিন ফেইসবুক একাউন্ট লক হবার কারন ।


কিছুদিন পরপর ফেসবুক আইডি  ব্লক হয়ে যাচ্ছে। ফেসবুক আইডি  ব্লকের কারণে আপনি জরুরি অবস্থায় ফেইসবুকে আপনার ফ্রেন্ড না তাকে মেসেজ দিতে পারছেন না বা রিকোয়েস্ট পাঠাতে পারছেন না। কিন্তু ফেইসবুক ব্লক কেন হচ্ছে হচ্ছে জানেন কি ?
প্রধান  কারন হচ্ছে. আপনি অধিক পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন অর্থাৎ যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করেনি,  এই  রিকোয়েস্টের পরিমান যখন ৫০ এর অধিক হয়ে যায় তখননি ফেসবুক আপনাকে ভেরিফিকেশন করতে বলবে । ফটো ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, নিরাপত্তা প্রশ্নের ভেরিফিকেশন ,কত ঝামেলা তাই না ? চিন্তার কারন নাই সমাধান আছে  চলুন শুরু করি  !
১. প্রথমে এই সাইট এ যান
২. আপনি যদি আপানর ফেসবুক আইডি তে লগিন ত্থাকেন তাহলে নিচের মত একটা বক্স দেখতে পাবেন
৩. এটা হচ্ছে একটা ফেসবুক আপস ।তাই আপনার পারমিশন চাইবে। okey তে ক্লিক করুন।
৪.এবার নিচের ছবির মত bulk load এ ক্লিক করুন।

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

৮০০ কেবির ছোট্ট একটি টুল দিয়ে আপনার পিসি আর পেন্ড্রাইভকে টিকা দিন জীবনেও ভাইরাস প্রবেশ করবে না !!!


আজ আপনাদের মাঝে একটি ছোট্ট কিন্তু দরকারি আর কাজের উইন্ডোজ পিসি
টুল নিয়ে এলাম এর সম্বন্ধে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না শুধু মাত্র তাদেরই জন্যে
এর নাম হচ্ছে Panda USB Vaccine. এটি পান্ডা সিকিউরিটির একটি ফ্রী টুল
বর্ণনা 
এটি আপনার পিসিতে ইন্সটল দেয়ার পর আপনার পিসিকে ভ্যাকসিনেট করতে বলবে ( নিচের ছবির মতো) Vaccinate PC অপশনে ক্লিক করে
একবার ভ্যাক্সিনেট করলে এই পিসিতে পেন্ড্রাইভ বা এই জাতীয় রিমুভেবল ড্রাইভ দ্বারা কখনোই ভাইরাস আক্রান্ত হবেনা
এমনকি আপনার পিসিতে এন্টি-ভাইরাস প্রোগ্রাম না থাকলেও না
তাছাড়া এই পিসিতে যে কোন পেন্ড্রাইভ/মেমোরীকার্ড প্রবেশ করানোর সাথে সাথে নিছের ছবির মতো
পপআপ ওপেন হয়ে ভ্যাক্সিনেট করতে বলবে
একবার ভ্যাক্সিনেট করার পর  ওই ড্রাইভে অন্য পিসি থেকে  জীবনে কখনোই ভাইরাস  আক্রান্ত হবেনা
তবে যদি  এটি ফরম্যাট করেন তবে আবার ভ্যাক্সিনেট করতে হবে
ডাউনলোড করতে এইখান ক্লিক করুন

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

দেখে নিন কিভাবে বিভিন্ন ফোনে স্ক্রীনশট নিতে হয়

আসসালামু আলাইকুম,
শুরুতে সবাই আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন । বেশি কথা না বলে চলুন দেখা যাক কিভাবে বিভিন্ন ফোনে স্ক্রীনশট নিতে হয় ।
SYMPHONY, WALTON DEVICE: Symphony, Walton ও অন্যান্য চায়না ডিভাইস গুলতে আপনি নরমালি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করেই নিতে পারবেন। তবে সব ডিভাইস এ এইটা কাজ করবে না।
LG DEVICE : LG ডিভাইস অনেকটা সনি এর মতোই। আপনি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে রাখুন এবং Screenshot নেয়া হয়েছে এই কনফারমেশন এর জন্যে অপেক্ষা করুন।এছাড়াও এলজি তে কুইক মেমো এর সাহাজ্যেও নিতে পারবেন। তবে সেটির সেটিং অন থাকতে হবে।
SONY DEVICE : Sony এর মোবাইল ও ট্যাবলেট এর মেথড একটু আলাদা। মোবাইল এর জন্যে ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন এবং Screenshot নেয়া সম্পন্ন হউয়া পর্যন্ত অপেক্ষা করুন। স্ক্রীনশট নেয়া হয়ে গেলে কনফারমেশন পাবেন।এছাড়াও অনেক সনি এর ডিভাইস এ পাওয়ার মেনু দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন। এ জন্য পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন। একটি মেনু অপ্সহন আসবে যেখানে লিখা থাকবে Take A Screenshot। এবং এই অপশন এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন স্ক্রীনশট।
SAMSUNG ALL DEVICE : নতুন কিছু Samsung ডিভাইস এ আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত বুলালেই স্ক্রীনশট নিতে পারবেন। তবে সেটার জন্যে Settings > Motion first অপশন টি একটিভ করা থাকতে হবে। এছাড়াও অন্য Samsung ডিভাইস এ আপনি হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করে স্ক্রীনশট নিতে পারবেন  । 
HTC DEVICE : HTC এর মেথড অনেকটা স্টক এন্ড্রয়েড এর মতোই। এছাড়াও ছবিতে যেমন দেখানো হয়েছে হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন । আপনি হোম ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রিন এ একটা ম্যাসেজ আসবে যে আপনার স্ক্রীনশট নেয়া হয়েছে।
এছাড়াও কিছু ফোনে Screenshot নেওয়াই যায় না । নোকিয়া ফোন গুলতে আপনি কিছু ইউসি বা অপেরা মিনি দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন ।
সবাই ভাল থাকুন 

নোটাপ্যাড এর মজার কিছু টিপস জেনে নিন !

আমি আপনাদের জন্য নোট প্যাড এর কিছু মজার টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মজাও পাবেন । মোট ৭ টি টিপস দেবো সব কটি আলাদা আলাদা ভাবে বিস্তারিত দেবো নীচে থেকে দেখে নিন কোন সমস্যা হবে না ।



1. Matrix ইফেক্ট Matrix মুভিটি আমারা কম বেশি সবাই দেখেছি চলুন দেখে নিই কীভাবে নোট প্যাড এর দ্বারা কাজটি মাত্র এ ক্লিকে করবেন ।  


lpkj

১// আপনার নোট প্যাড ওপেন করুণ এবার নীচের কোড গুলোকে নোট প্যাডে টাইপ করুন ।
@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
২// এবার এটাকে Matrix.bat নামে সেভ করুন ।

2. C ড্রাইভ ডিলিট করার জন্য একটি ভাইরাস তৈরি করুন । 

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

এক ক্লিকেই সমগ্র পিসিকে করে ফেলি Write protect! ১০০% কাজ হবেই!!!

পিসির নিরাপত্তা নিয়ে কে না চিন্তিত থাকে। নিরাপত্তা বলতে এখানে ২ ধরনের কাজের কথা বলতে হয়েছে। তথারুপ- এন্টিভাইরাস সিকিউরিট ও পিসির প্রটেকশন তথা- কেউ আপনার পিসি থেকে কপি করতে পারবেনা মুলকথা আপনার পিসি ফুল রাইট প্রটেক্ট করতে হবে।এই টিউনে আমি আপনাদের জানাবো কি ভাবে আপনার ফাইল আপনার অনপুস্থিতিতে কেও copy, paste , delete করতে পারবে না। এই ইউটিলিটির নাম Prevent soft V-1.0



শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অ্যান্ড্রয়েড এর প্রাথমিক জানা-অজানা কিছু বিষয় । ( নতুনদের জন্য )

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আপনারা যারা  নতুন অ্যান্ড্রয়েড  ব্যবহারকারী  , তাদের  জন্য  জানা-অজানা কিছু বিষয় । আপনি হয়ত জানেন কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে আমার এ টিউন ।

1. Contacts



ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন।তবে এটি পুরনো টিপস তাই সম্পূর্ণ নতুনদের জন্য দেয়া হল।সব জান্তারা দূরে থাকেন।
১। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
২। এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)।
৩। একই ভাবে