মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

৮০০ কেবির ছোট্ট একটি টুল দিয়ে আপনার পিসি আর পেন্ড্রাইভকে টিকা দিন জীবনেও ভাইরাস প্রবেশ করবে না !!!


আজ আপনাদের মাঝে একটি ছোট্ট কিন্তু দরকারি আর কাজের উইন্ডোজ পিসি
টুল নিয়ে এলাম এর সম্বন্ধে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না শুধু মাত্র তাদেরই জন্যে
এর নাম হচ্ছে Panda USB Vaccine. এটি পান্ডা সিকিউরিটির একটি ফ্রী টুল
বর্ণনা 
এটি আপনার পিসিতে ইন্সটল দেয়ার পর আপনার পিসিকে ভ্যাকসিনেট করতে বলবে ( নিচের ছবির মতো) Vaccinate PC অপশনে ক্লিক করে
একবার ভ্যাক্সিনেট করলে এই পিসিতে পেন্ড্রাইভ বা এই জাতীয় রিমুভেবল ড্রাইভ দ্বারা কখনোই ভাইরাস আক্রান্ত হবেনা
এমনকি আপনার পিসিতে এন্টি-ভাইরাস প্রোগ্রাম না থাকলেও না
তাছাড়া এই পিসিতে যে কোন পেন্ড্রাইভ/মেমোরীকার্ড প্রবেশ করানোর সাথে সাথে নিছের ছবির মতো
পপআপ ওপেন হয়ে ভ্যাক্সিনেট করতে বলবে
একবার ভ্যাক্সিনেট করার পর  ওই ড্রাইভে অন্য পিসি থেকে  জীবনে কখনোই ভাইরাস  আক্রান্ত হবেনা
তবে যদি  এটি ফরম্যাট করেন তবে আবার ভ্যাক্সিনেট করতে হবে
ডাউনলোড করতে এইখান ক্লিক করুন

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

দেখে নিন কিভাবে বিভিন্ন ফোনে স্ক্রীনশট নিতে হয়

আসসালামু আলাইকুম,
শুরুতে সবাই আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন । বেশি কথা না বলে চলুন দেখা যাক কিভাবে বিভিন্ন ফোনে স্ক্রীনশট নিতে হয় ।
SYMPHONY, WALTON DEVICE: Symphony, Walton ও অন্যান্য চায়না ডিভাইস গুলতে আপনি নরমালি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করেই নিতে পারবেন। তবে সব ডিভাইস এ এইটা কাজ করবে না।
LG DEVICE : LG ডিভাইস অনেকটা সনি এর মতোই। আপনি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে রাখুন এবং Screenshot নেয়া হয়েছে এই কনফারমেশন এর জন্যে অপেক্ষা করুন।এছাড়াও এলজি তে কুইক মেমো এর সাহাজ্যেও নিতে পারবেন। তবে সেটির সেটিং অন থাকতে হবে।
SONY DEVICE : Sony এর মোবাইল ও ট্যাবলেট এর মেথড একটু আলাদা। মোবাইল এর জন্যে ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন এবং Screenshot নেয়া সম্পন্ন হউয়া পর্যন্ত অপেক্ষা করুন। স্ক্রীনশট নেয়া হয়ে গেলে কনফারমেশন পাবেন।এছাড়াও অনেক সনি এর ডিভাইস এ পাওয়ার মেনু দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন। এ জন্য পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন। একটি মেনু অপ্সহন আসবে যেখানে লিখা থাকবে Take A Screenshot। এবং এই অপশন এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন স্ক্রীনশট।
SAMSUNG ALL DEVICE : নতুন কিছু Samsung ডিভাইস এ আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত বুলালেই স্ক্রীনশট নিতে পারবেন। তবে সেটার জন্যে Settings > Motion first অপশন টি একটিভ করা থাকতে হবে। এছাড়াও অন্য Samsung ডিভাইস এ আপনি হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করে স্ক্রীনশট নিতে পারবেন  । 
HTC DEVICE : HTC এর মেথড অনেকটা স্টক এন্ড্রয়েড এর মতোই। এছাড়াও ছবিতে যেমন দেখানো হয়েছে হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন । আপনি হোম ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রিন এ একটা ম্যাসেজ আসবে যে আপনার স্ক্রীনশট নেয়া হয়েছে।
এছাড়াও কিছু ফোনে Screenshot নেওয়াই যায় না । নোকিয়া ফোন গুলতে আপনি কিছু ইউসি বা অপেরা মিনি দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন ।
সবাই ভাল থাকুন 

নোটাপ্যাড এর মজার কিছু টিপস জেনে নিন !

আমি আপনাদের জন্য নোট প্যাড এর কিছু মজার টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মজাও পাবেন । মোট ৭ টি টিপস দেবো সব কটি আলাদা আলাদা ভাবে বিস্তারিত দেবো নীচে থেকে দেখে নিন কোন সমস্যা হবে না ।



1. Matrix ইফেক্ট Matrix মুভিটি আমারা কম বেশি সবাই দেখেছি চলুন দেখে নিই কীভাবে নোট প্যাড এর দ্বারা কাজটি মাত্র এ ক্লিকে করবেন ।  


lpkj

১// আপনার নোট প্যাড ওপেন করুণ এবার নীচের কোড গুলোকে নোট প্যাডে টাইপ করুন ।
@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
২// এবার এটাকে Matrix.bat নামে সেভ করুন ।

2. C ড্রাইভ ডিলিট করার জন্য একটি ভাইরাস তৈরি করুন ।