মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করুন চিত্র সহকারে টিউটোরিয়াল……

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আনন্দের সহিত জানাচ্ছি যে, আমাকে ফ্রেন্ডসব্লগ কতৃপক্ষ প্রথম স্থানে ভূষিত করার জন্য। তাই আজ আনন্দ মনে আপনাদের মাঝে চিত্র সহকারে এই টিউন নিয়ে হাজির হলাম আশা রাখি আপনাদের ভাল লাগবে। তাহলে টিউন শুরু করা যাক। প্রায় অনেক সময় আমরা আমাদের উইন্ডোজ এর পার্সওয়াড ভুলে যাই। যারা নতুন তারা আবার উইন্ডোজ ইনস্টল দেই। তাই উইন্ডোজ ৭-এর পাসওয়ার্ড ফিরে পাওয়ার বিশেষ সুবিধা ব্যবহার করে এমন সমস্যার সমাধান পাওয়া যাবে। এটি করতে পেনড্রাইভকে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট ডিস্ক বানিয়ে তা ব্যবহার করা যায়। ফলে ভুলে গেলেও পাসওয়ার্ড আবার পাওয়া যাবে। প্রথমে আপনি Control Panel——-All Control Panel Items——-User Accounts এ যান। তারপর নিচের চিত্র দেখুনঃ

            Capture
উপরের চিত্রের “লাল দাগ”  Create a password reset disk বাটনে কিল্ক করুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে নিন।
            Capture
পেন্ড্রাইভের নাম সিলেক্ট করে Next বাটন প্রেস করুন।
            Capture
Current user account Password ঘরে কম্পিউটারের বর্তমান পাসওয়ার্ড লিখে নেক্সট চাপুন।
              Capture
কয়েক মুহূর্ত সময় নেবে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করতে। ১০০ শতাংশ সম্পন্ন হলে নেক্সট চেপে Finish বোতাম চাপুন।
                 Capture
এইবার পেনড্রাইভে যান গিয়ে দেখুন userkey.psw নামের একটি পাসওয়ার্ড রিসেট ফাইল তৈরি হয়েছে।
                                                 Capture
এবার এই ফাইলটিকে পেনড্রাইভে বা পোর্টেবল হার্ডডিস্কে রেখে ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে আনা যাবে। উইন্ডোজ চালুর সময় পাসওয়ার্ড ভুলে গেলে পেনড্রাইভে ফাইলটি রেখে দিন।এবার পাসওয়ার্ডের ঘরে একবার ভুল পাসওয়ার্ড দিলে নিচে reset password নামের লেখায় ক্লিক করে নেক্সট চেপে পেনড্রাইভ দিয়ে পরের ঘরে New Password পরপর দুবার লিখে দিয়ে Finish বোতাম চাপুন। এবার এখানে দেওয়া পাসওয়ার্ডকে পরবর্তী সময়ে লগ-ইনের জন্য ব্যবহার করা যাবে।ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য। আশা করি সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ্য থাকুন ভাল থাকুন আবার আসা যাবে অন্য কোন টিউন নিয়ে। আল্লাহ হাভেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন