সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

যেকোন ড্রাইভার ব্যাকআপ রাখার সহজ উপায়



যখন ড্রাইভার ইন্সটল করার দরকার পড়ে, বিশেষ করে অপারেটিং সিস্টেম ইন্সটলের পর আবার নতুন করে সবগুলো ড্রাইভার ইন্সটল করতে হয়। Double Driver হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে পিসিতে ইন্সটল করা সবগুলো ড্রাইভার দেখা যাবে এবং সেই সাথে ড্রাইভারগুলোর ব্যাকআপ নিয়ে রাখা যাবে। অপারেটিং সিস্টেম ইন্সটলের পর ব্যাকআপ রাখা ড্রাইভার গুলো শুধুমাত্র রিস্টোর করে নিলেই হবে।
double driverবিশেষ করে নোটবুক পিসির ক্ষেত্রে এই সফটওয়্যারটি অনেক কার্যকর। Double Driverরান করার পর Scan ট্যাবে ক্লিক করলেই পিসিতে থাকা সবগুলো ড্রাইভারের তথ্য দেখা যাবে। এখান থেকে প্রয়োজন অনুসারে ড্রাইভার সিলেক্ট করে Backup ট্যাবে ক্লিক করে ব্যাকআপ নেয়া যাবে। এরপর এই ব্যাকআপ থেকে শুধু রিস্টোর করে নিলেই হবে। সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন