রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

এক ক্লিকেই সমগ্র পিসিকে করে ফেলি Write protect! ১০০% কাজ হবেই!!!

পিসির নিরাপত্তা নিয়ে কে না চিন্তিত থাকে। নিরাপত্তা বলতে এখানে ২ ধরনের কাজের কথা বলতে হয়েছে। তথারুপ- এন্টিভাইরাস সিকিউরিট ও পিসির প্রটেকশন তথা- কেউ আপনার পিসি থেকে কপি করতে পারবেনা মুলকথা আপনার পিসি ফুল রাইট প্রটেক্ট করতে হবে।এই টিউনে আমি আপনাদের জানাবো কি ভাবে আপনার ফাইল আপনার অনপুস্থিতিতে কেও copy, paste , delete করতে পারবে না। এই ইউটিলিটির নাম Prevent soft V-1.0



শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অ্যান্ড্রয়েড এর প্রাথমিক জানা-অজানা কিছু বিষয় । ( নতুনদের জন্য )

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আপনারা যারা  নতুন অ্যান্ড্রয়েড  ব্যবহারকারী  , তাদের  জন্য  জানা-অজানা কিছু বিষয় । আপনি হয়ত জানেন কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে আমার এ টিউন ।

1. Contacts



ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন।তবে এটি পুরনো টিপস তাই সম্পূর্ণ নতুনদের জন্য দেয়া হল।সব জান্তারা দূরে থাকেন।
১। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
২। এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)।
৩। একই ভাবে

ফ্রি কল করুন কম্পিউটার থেকে যেকোন মোবাইল নাম্বারে!!!!!!!!!

সালাম ও শুভেচ্ছা নিবেন ।
পিসি থেকে মোবাইলে ফ্রি কল করার ব্যাপারে এটাই আমার প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

প্রথমে call2freinds.com এ ঢুকুন ।
এমন উইন্ডো আসবে…
আপনার Adobe Flash Player থাকা লাগবে । না থাকলে নিয়ে নিন… Download
==> প্রথমে আপনি যেই নম্বরে ফ্রি ফোন করবেন, তা লিখুন ( country code সহ )
==> adobe flash player settings-এ allow তে টিকচিহ্ন দিন । এরপর close করুন ।
==> এরপর Call Button- এ ক্লিক করুন । আপনার ফ্রি কল পৌঁছে যাবে…

এর দ্বারাঃ

==> দৈনিক ৫০ সেকেন্ড কল করা যায় ।
==> Unlimited কথা বলতে IP Address Hide করতে পারেন । এর জন্য এই add-on টি ভাল ।

পূর্বে এই টিউন করা হয়ে থাকলে, আমি দুঃখিত ।
সবাইকে ধন্যবাদ । ভাল লাগলে কমেন্ট করবেন …

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দেখে নিন কি করতে হবে

একটু অসাবধানতার কারনে হ্যাকিং এর শিকার হয়ে আপনার ফেসবুক আইডি হাত ছাড়া হয়ে যেতে পারে। আমাদের অনেক সময় ফেসবুক আইডি হ্যাকিং হয়ে থাকলে প্রাথমিক ভাবে কি করা যেতে পারে তার সঠিক নির্দেশনার অভাবে ফেসবুক অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যায়।
FacebookHacked
নীচের ধাপটি সঠিক ভাবে অনুসরণ করে আপনার হারান ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন:

এখন থেকে আর কষ্ট করে Recycle Bin থেকে কোন ফাইল মোছার বাড়তি ঝামেলা নেই!!!!


আপনি যখন আপনার কম্পিউটার থেকে কোন ফাইল মোছেন তখন সে ফাইল টি প্রথমে Recycle Bin এ জমা হয়, সেখান থকে পরবর্তী আপনি আপনার মুছে ফেলা ফাইলগুলি পুনরদ্ধার করতে পারেন। কিন্তু আপনি যখন নিশ্চিত ভাবে কোন ফাইল মোছেন তখন Recycle Bin থেকে ফাইল মোছার বাড়তি ঝামেলা পোহাতে হয়। সেজন্য আমি আজকে আপনাদের ছোট্ট একটি কৌশল শিখিয়ে দেব যাতে করে আপনাদের আর এই বাড়তি ঝামেলা টা পোহাতে হবেনা।।
tttttttt
১)আপনি যে ফাইল বা ফাইলগুলি মুছতে চান সেগুলো নির্বাচন করুন
২)তারপর SHIFT+DELETE চাপ দিন
৩) এবার একটি ডাইলগ বক্স আসবে সেখান থেকে Yes নির্বাচন করুন।

হার্ডডিস্ককে র‍্যাম হিসেবে ব্যবহার করুন - সম্পূর্ণ সমাধান!!!!!!!!

আসসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।
এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে ব্যবহার করবেন।  যারা দেখেন নি, তারা এক্ষুনি দেখে নিন টিউটোরিয়ালটি।

আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ফাঁকা জায়গাটি আপনার পিসির র‍্যাম হিসেবে ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন

আপনার ইন্টারনেট কি গতিতে কাজ জেনে নিন। (Speedtest)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আশা করি ভাল।

আমাদের দেশে ইন্টারনেটর গতি খুব কম। যেখানে উন্নত বিশ্বে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে সেখানে আমরা অনেক পিছিয়ে।

তারা যেখানে প্রায় 100 Mbps এর উপর ব্যবহার করে সেখানে আমরা Kbps পড়ে আছি।

আর তাছাড়া আমাদের দেশে ইন্টারনেট এর মূল্য ও অনেক বেশী। যায় হোক, সে নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন কাজের কথায় আসি। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার গতি কত অনেকে জানিনা। অর্থ্যাৎ আপলোড ও ডাওনলোড এর গতি কত তা জানিনা। চলুন জেনে নিই।

এখানে আগে ক্লিক করে লিঙ্ক এ প্রবেশ করুন

কিছুক্ষণ অপেক্ষা করুন। 100% Loading হলে Begin Test এ ক্লিক করুন।

অপেক্ষা করুন।  তারপর গতি পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নিন আপনার ইন্টারনেট এর গতি।

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড করাপ্টেড হয়ে গেছে? সমাধান নিন এখুনি !!!

ভাইরাসের কারনে অনেক সময় পেন ড্রাইভ মেমোরি কার্ডে প্রবেশ করতে গেলে করাপ্টেড দেখায়। এমতাবস্থায় আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট দেয়া ছাড়া আর কোন গতি থাকে না।
cmd
আমরা ‘চেক হার্ড’ নামের ছোট

কম্পিউটার এর হ্যাং হবার কারন

আমরা প্রায়ই বলে থাকি কম্পিউটার হ্যাং  করেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।
images
কম্পিউটার হ্যাং হবার কারণ:-
1. কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
2.কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
3. কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
4.প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরো ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে তাকে প্রসেসর।
5. অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ-

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন এক নিমিষেই।


সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম। আশা করি বুঝে ফেলেছেন আজ কি নিয়ে পোস্ট করতেছি। আমাদের অনেক সময় দরকার হয় যে কতগুলো pdf ফাইলকে একত্র করে একটি করে ফেলতে, যেমন ধরুন আপনার কাছে ফ্রিলান্সিংইয়ের উপর একটি pdf বুক আছে,
কিন্তু ওটা ৪ খণ্ডে ভাগ করা, এখন আপনি যদি চান ঐ ৪ খণ্ডকে একটি করে ফেলতে, তাহলে আপনার
এই সফটওয়ারটি দরকার, মাত্র ১.৬৮ এমবি সফটওয়ারটি  ডাউনলোড করে নিতে এখানে  ক্লিক করুন, এবং ইন্সটল করে ফেলুন।
এবার সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন..............................

DDR2 ও DDR3 র‍্যাম এর পার্থক্য কি জেনে নিন ?



১.  DDR র‍্যাম মানে হচ্ছে Double Data Rate Random Access Memory। ১০০ মেগাহার্টজের একটি DDR র‍্যাম যদি প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে DDR2 র‍্যাম করবে ৪টি আর DDR3 করবে ৮টি!
ধরা যাক, ১০০ মেগাহার্টজের একটি র‍্যাম DDR হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড DDR2 হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর DDR3 হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড!
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম করসায়ার ভেনজেন্স
২. সাধারন ব্যবহারে এই পার্থক্য বোঝা যায় না কারন ৯৯% কম্পিউটার প্রোগ্রামের জন্য এত বিপুল পরিমান মেমরি ব্যান্ডউইথ দরকারই হয় না। ভারি প্রোগ্রাম ও ভিডিও গেমস চালানোর সময় পার্থক্যটা বোঝা যায়।
৩. র‍্যামের ক্লক স্পিড যদি বেশি হয় তাহলে সেটি পারফর্ম করবে ভাল। DDR3 র‍্যাম তাই DDR2 র‍্যামের চেয়ে ভাল এক্সপেরিয়েন্স দেয়।

কি কারনে আপনার ফেইসবুক একাউন্টটি কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ?


কি জন্য ফেইসবুক একাউন্টটি কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ? দেখা যায় হঠাৎ একজন ফ্রেন্ড ফ্রেন্ডলিস্ট থেকে উদাও ।পরে সেই বন্ধুকে প্রশ্ন করলে ,উত্তর মিলল যে “দোস্ত ফেইসবুক তো আমার একাউন্ট বন্ধ করে দিয়েছে”। বিভিন্ন কারনে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হতে পারে,তাই এসব ব্যপারে আমাদের সতর্ক থাকা উচিত । এবার আমরা আলোচনা করব কি কি কারনে আপনার একাউন্টটি ফেইসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে ।

পর্নগ্রাফীঃ

আপনার USB এর FORMET সমস্যা

আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন আশা করি। উপরের শিরোনাম থেকেই বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা করব। আমি ইদানিং অনেকেরেই এই USB এর সম্যাসা সর্ম্পকে শুনতাছি। বিশেষ করে এই সমস্যাটা পেনড্রাইভে বেশি দেখা যাচ্ছে। তাই আজ এর একটা সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের উপকারে লাগলে আমার পোষ্ট লিখার পরিশ্রম সার্থক। তাহলে আর কথা না এইবার জানা যাক কিভাবে এইটা সলভ করা যায়।
সমস্যা - আপনি যখন আপনার পেনড্রাইভ কে ফরম্যাট দিতে যান তখন নিচের চিত্রের মত আসলো তাহলে আপনি কি করবেন?

উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করুন চিত্র সহকারে টিউটোরিয়াল……

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আনন্দের সহিত জানাচ্ছি যে, আমাকে ফ্রেন্ডসব্লগ কতৃপক্ষ প্রথম স্থানে ভূষিত করার জন্য। তাই আজ আনন্দ মনে আপনাদের মাঝে চিত্র সহকারে এই টিউন নিয়ে হাজির হলাম আশা রাখি আপনাদের ভাল লাগবে। তাহলে টিউন শুরু করা যাক। প্রায় অনেক সময় আমরা আমাদের উইন্ডোজ এর পার্সওয়াড ভুলে যাই। যারা নতুন তারা আবার উইন্ডোজ ইনস্টল দেই। তাই উইন্ডোজ ৭-এর পাসওয়ার্ড ফিরে পাওয়ার বিশেষ সুবিধা ব্যবহার করে এমন সমস্যার সমাধান পাওয়া যাবে। এটি করতে পেনড্রাইভকে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট ডিস্ক বানিয়ে তা ব্যবহার করা যায়। ফলে ভুলে গেলেও পাসওয়ার্ড আবার পাওয়া যাবে। প্রথমে আপনি Control Panel——-All Control Panel Items——-User Accounts এ যান। তারপর নিচের চিত্র দেখুনঃ

ফাইল, ফোল্ডার ডিলেট হচ্ছে না? সমাধান আনলকার

আমরা যখন কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করতে চাই তা অনেক সময়ই ডিলেট হতে চায় না বা ডিলেট হয় না। অবাঞ্ছিত এসব ফাইল বা ফোল্ডার বিভিন্ন এরর রিপোর্ট কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করে আমাদের বিরক্তির উদ্রেক ঘটিয়ে থাকে।
  • Cannot delete file: Access is denied.
  • There has been a sharing violation.
  • The source or destination file may be in use.
  • The file is in use by another program or user.
  • Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
সাধারণত এই ধরনের ম্যাসেজগুলো দেখায়। তখন আমরা কি করি? হয়তো বা কোন উপায় খুঁজে পাই না।
unlocker2
এমতবস্থায় সমাধান আনলকার
যে ফাইল বা ফোল্ডারটি ডিলেট হচ্ছে না, প্রথমে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং তা আনলক করুন। নিচের স্ক্রিনশটটি দেখুন।
unlocker
এখন শুধু Unlock অথবা Unlock All বাটনটিতে ক্লিক করলেই সব ডিলেট হয়ে যাবে।

এখন মাত্র  1.02 MB সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

ফেসবুকের কিছু প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট


ফেসবুক ব্যবহারে গতি বাড়াতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট
মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার
Alt+Shift Alt Alt


মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের পৃথকভাবে উপরের তালিকায় দেখানো কী চেপে ধরে তারপর নিচের কী সমূহ চাপতে হবে।
 M   নতুন ম্যাসেজ খোলার জন্য
 ?  ফেসবুক সার্চে যাওয়ার জন্য
 1  হোম পেজ (নিউজ ফিড)
 2  প্রোফাইল পেজ
 3  ফ্রেন্ড রিকোয়েস্ট
 4  ম্যাসেজ
 5  নোটিফিকেশন
 6  একাউন্ট সেটিংস
 7  প্রাইভেসি সেটিংস
 8  ফেসবুক পেজে যাওয়ার জন্য
 9  ফেসবুক ব্যবহারের শর্তাবলী দেখার জন্য
 0  ফেসবুক হেল্প সেন্টারে যাওয়ার জন্য


উপরের সব শর্টকাটের জন্য কীবোর্ডের নাম্বার প্যাড কাজ করবে না। শুধুমাত্র কীবোর্ডের উপরের নাম্বার কী কাজ করবে।

যেকোন ড্রাইভার ব্যাকআপ রাখার সহজ উপায়



যখন ড্রাইভার ইন্সটল করার দরকার পড়ে, বিশেষ করে অপারেটিং সিস্টেম ইন্সটলের পর আবার নতুন করে সবগুলো ড্রাইভার ইন্সটল করতে হয়। Double Driver হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে পিসিতে ইন্সটল করা সবগুলো ড্রাইভার দেখা যাবে এবং সেই সাথে ড্রাইভারগুলোর ব্যাকআপ নিয়ে রাখা যাবে। অপারেটিং সিস্টেম ইন্সটলের পর ব্যাকআপ রাখা ড্রাইভার গুলো শুধুমাত্র রিস্টোর করে নিলেই হবে।
double driverবিশেষ করে নোটবুক পিসির ক্ষেত্রে এই সফটওয়্যারটি অনেক কার্যকর। Double Driverরান করার পর Scan ট্যাবে ক্লিক করলেই পিসিতে থাকা সবগুলো ড্রাইভারের তথ্য দেখা যাবে। এখান থেকে প্রয়োজন অনুসারে ড্রাইভার সিলেক্ট করে Backup ট্যাবে ক্লিক করে ব্যাকআপ নেয়া যাবে। এরপর এই ব্যাকআপ থেকে শুধু রিস্টোর করে নিলেই হবে। সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন

কোন সফটওয়্যার ছাড়াই USB পোর্ট Write Protect করার পদ্ধতি

কোন প্রকার সফটওয়্যার ব্যবহার না করে খুব সহজেই USB পোর্টকে Write Protect বা Read only করে রাখা যায়। এতে করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলের নিরাপত্তা সুনিশ্চিত হবে।
ধারাবাহিকভাবে নিচের পদ্ধতি অনুসরণ করুন, তাহলেই কেল্লাফতে। 
  • প্রথমে Start>Run এ গিয়ে Regedit টাইপ করে Enter চাপুন
  • Registry Editor খুললে HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControl ওপেন করুন
  • Control এ রাইট ক্লিক করে New>Key তে StorageDevicePolicies নামে নতুন Key

সফটওয়্যারের সয়ংক্রিয় আপডেট বন্ধ করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু সফটওয়্যার ইন্টারনেট সংযোগ থাকলে নিজে নিজে আপটেড হয় ফলে ইন্টারনেট ব্যবহার হয় অগোচরেই। বেশীর ভাগ ক্ষেত্রেই এসব আপডেটের প্রয়োজন হয় না। একটি ছোট সফটওয়্যার দ্বারা এসকল সয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।
এজন্য এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। সফটওয়্যারটি গুগল, অডোবি, জাভা, ফায়ারফক্স, উইন্ডোজ এবং স্কাইপ সমর্থন করে। এবার সফটওয়্যারটি চালু করে পছন্দের সফটওয়্যারটির সয়ংক্রিয় আপডেট ডিজেবল করুন।

Folder Hidden করুন অনেক সহজ ভাবে


Tools -> Folder Options এ গিয়ে ফাইল/ফোল্ডার আনহাইড করা যায় এটা আমরা সবাই জানি। তাই ফাইল/ফোল্ডার লুকিয়ে রাখুন একটু অন্য ভবে। যা করতে হবে:
১। একটি New Folder তৈরি করুন ।
২। এবং Folder টি Rename

উইন্ডোজ ৮ রিফ্রেশ বা রিইনস্টল করা

উইন্ডোজ ৮ রিফ্রেশ বা রিইনস্টল করা।

win 8 logo উইন্ডোজের কোন সমস্যা হলে অনেক সময় উইন্ডোজ রিইনস্টল করার প্রয়োজন হয়। উইন্ডোজ ৮ এ রিফ্রেশ নামের একটি ফিচার আছে যার দ্বারা ডেক্সটপের ফইলসহ সেটিংসগুলো ঠিক রেখেই উইন্ডোজকে রিইনস্টল করা যায়। ফাইলসহ সেটিংসগুলো ঠিক থাকলেও ইনস্টল করা অনান্য সকল প্রোগ্রামগুলো থাকবে না, তবে কোন কোন প্রোগ্রাম ইনস্টল করা ছিলো তার একটা তালিকা Removed Apps

স্বয়ংক্রীয়ভাবে উইন্ডোজ রিফ্রেশ হবে

আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
উইন্ডোজের গতি কমে গেলে অনেক সময় আমরা রিফ্রেশ করে গতি বাড়ানোর চেষ্টা করি।ইচ্ছে করলে আপনি অটোমেটিক উইন্ডোজ রিফ্রেশ করতে পারেন।এজন্য start/all programmes/accessories এ গিয়ে নোটপ্যাড খুলুন।এখন নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন-
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update]
“UpdateMode”=dword:00000000
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
“NoNetCrawling”=dword:00000000
এখন file/save as এ গিয়ে Autorefresh.reg নামে নোটপ্যাডটি সেভ করুন। লক্ষ্য করুন Autorefresh.reg নামে একটি আলাদা ফাইল তৈরী হয়েছে।এখন এই ফাইলটি ওপেন করে Yes/ok নির্বাচন করে কম্পিউটার রিস্টার্ট দিন।এরপর থেকে উইন্ডোজ তার নিজের প্রয়োজন অনুযায়ী অটোমেটিক রিফ্রেশ করবে এবং কম্পিউটারের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হবে।

USB পোর্ট লক করুন সহজেই।

USB পোর্ট লক করুন সহজেই।

techspotbd.com আপনি ইচ্ছা করলে আপনার USB Port লক করে রাখতে পারেন। তখন কোন পেনড্রাই বা USB ড্রাইভ সাপোট করবে না। প্রয়োজন হলে আবার আনলক করতে পারবেন। সে জন্য যা যা করতে হবে।
ডিসএবল করার নিয়ম:
1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
এনাবলকরার নিয়ম:

MATCH MANAGER


আমার নিজের তৈরি করা মেস ম্যানেজার,
আশা করি, যারা ব্যাচেলর তাদের হিসাব করতে আর কখনও কাগজ খরচ করতে হবে না বরং আরও উপকার হবে  
আর এক্সেল সম্পর্কে ধারনা আরেকটু পরিস্কার হবে।
তাই এখনি এখান থেকে ডাউনলোড করে নিন ।