সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

স্বয়ংক্রীয়ভাবে উইন্ডোজ রিফ্রেশ হবে

আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
উইন্ডোজের গতি কমে গেলে অনেক সময় আমরা রিফ্রেশ করে গতি বাড়ানোর চেষ্টা করি।ইচ্ছে করলে আপনি অটোমেটিক উইন্ডোজ রিফ্রেশ করতে পারেন।এজন্য start/all programmes/accessories এ গিয়ে নোটপ্যাড খুলুন।এখন নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন-
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update]
“UpdateMode”=dword:00000000
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
“NoNetCrawling”=dword:00000000
এখন file/save as এ গিয়ে Autorefresh.reg নামে নোটপ্যাডটি সেভ করুন। লক্ষ্য করুন Autorefresh.reg নামে একটি আলাদা ফাইল তৈরী হয়েছে।এখন এই ফাইলটি ওপেন করে Yes/ok নির্বাচন করে কম্পিউটার রিস্টার্ট দিন।এরপর থেকে উইন্ডোজ তার নিজের প্রয়োজন অনুযায়ী অটোমেটিক রিফ্রেশ করবে এবং কম্পিউটারের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন